ঢাকা: সবার আগে বাংলাদেশকে বিবেচনায় রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ মানবিক করিডর দেবে কি না সেই সিদ্ধান্ত আসতে হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে। বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে নিশ্চিত করতে হবে বাংলাদেশের স্বার্থ।’ বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, শ্রমজীবী-কর্মজীবী মানুষই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। তাদের বঞ্চিত রেখে গঠন করা সম্ভব নয় মানবিক বাংলাদেশ। বিএনপির শীর্ষ এ নেতা বলেন, বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার অবৈধ নয়, তবে কোনোভাবেই বিকল্প হতে পারে না নির্বাচিত সরকারের। অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া যৌক্তিক নয়। জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়া আহ্বান জানান তারেক রহমান। অভিযোগ করেন সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। কোনো উসকানি কিংবা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ফ্যাসিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থে নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনও দেশ নয়, সবার আগে বাংলাদেশ– এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য।’
Discussion about this post