আন্তর্জাতিক ডেস্ক: তারাবির নামাজ পড়াচ্ছেন আলজেরিয়ার একজন ইমাম। নামাজরত অবস্থাতেই তার কাঁধে চড়ে বসে এক বিড়াল। বিড়ালের প্রতি সদয় আচরণ দেখিয়েছেন ওই ইমাম। কয়েক সেকেন্ডের ছোট্ট এই ভিডিও ক্লিপটি মুহুর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এবার সেই ইমামকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে আলজেরিয়ার সরকার। আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর ইউসুফ বেলমাহদি ইমাম ওয়ালিদের জন্য সংবর্ধনার আয়োজন করেন এবং তার সদয় আচরণের জন্য তাকে প্রশংসা করেন। গ্লোবাল ভিলেজ স্পেস ম্যাগাজিনের খবরে বলা হয়, ভাইরাল সেই আলজেরিয়ান ইমামের নাম ওয়ালিদ মেহদাস। দেশটির সরকার তার জন্য একটি বিশেষ উদযাপন সংবর্ধনার আয়োজন করেছে। ইমাম ওয়ালিদ তারাবির নামাজের ইমামতি করছিলেন তখন বিড়ালটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটিকে দূরে সরিয়ে দেওয়ার পরিবর্তে তিনি বিড়ালটিকে আদর করেন। বিড়ালের প্রতি উদারতা এবং স্নেহ দেখানোর তার এই মানসিকতা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বিড়াল তার ওপর ঝাঁপিয়ে পড়া সত্ত্বেও ইমাম তারাবির নামাজের ইমামতি করতে থাকেন। প্রার্থনার লাইভ সম্প্রচারে দেখা যায়, তিনি তার হাত দিয়ে বিড়ালটিকে আদর করেছেন। ভাইরাল ভিডিও তাকে রাতারাতি খ্যাতি এনে দিয়েছে। তার ভিডিওটি নেতৃস্থানীয় বিশ্বব্যাপী মিডিয়া আউটলেটগুলিতে প্রদর্শিত হয়েছে এবং মুসলিম এবং অমুসলিম উভয় সম্প্রদায়ের কাছ থেকে তিনি প্রশংসা অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে ইমাম ওয়ালিদ বিশ্বকে ইসলামের একটি শান্তিপূর্ণ এবং প্রকৃত চেহারা দেখিয়েছেন। তার কাজ বিশ্বব্যাপী ইসলামের সঙ্গে সম্পর্কিত নেতিবাচক স্টেরিওটাইপ পরিবর্তন করতে সাহায্য করবে। অমুসলিম সম্প্রদায় মুসলমানদের ইতিবাচক দিক দেখতে পাবে।
Discussion about this post