ঢাকা: সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফায় বৈঠক এরই মধ্যে শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। বৈঠকের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুদক নিয়ে আজকে আলোচনা হবে। বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। সব কিছু যাতে আইনানুগ এবং সাংবিধানিক হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানান তিনি। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, ১৫টি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে পরবর্তী দফার বৈঠক।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ তৃতীয় দিনের মতো বৈঠকে বসেছে বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার ও রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।
Discussion about this post