বিনোদন ডেস্ক: ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন দেওয়ায় দেশটির দুই অভিনেত্রীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে। গাজিয়ানি ও রিয়াহি তারা বিভিন্ন পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন। স্থানীয় সময় রবিবার (২০ নভেম্বর) ইরানের প্রসিকিউটর অফিসের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়। গাজিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ প্রসঙ্গে সরকারবিরোধী পোস্টে লেখেন, যাই ঘটুক না কেন, জেনে রাখুন সব সময়ের মতো আমি ইরানের জনগণের পাশে থাকবো। আর এটিই হয়তো আমার শেষ পোস্ট। গত সেপ্টেম্বরে দেশটিতে পুলিশ হেফাজতে মাহাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে সরকারবিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে আন্দোলন। ইরানে সরকারবিরোধী আন্দোলনে ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দেশটির মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি। এছাড়া নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন প্রায় ১৭ হাজার প্রতিবাদকারী।
Discussion about this post