ঢাকা: রাজধানীর উত্তরায় আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিব হাসান। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে। তারা উত্তরা আধুনিক হাসপাতাল ও ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিএনএস সেন্টার ও আজমপুর রাজউক কমার্শিয়ালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আনোয়ারুল।
Discussion about this post