শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে ভদু (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় ওহিদুল ইসলাম (২৩) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়দের দাবি, মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে উপজেলার শিংনগর সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে। জানা গেছে, ভদু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া সাহাপাড়ার তাজির উদ্দিন তাজুর ছেলে। গুলিবিদ্ধ ওহিদুল ইসলাম মুন্সিপাড়া মাওলানাপাড়ার আজিজুল ইসলামের ছেলে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন।
Discussion about this post