ঢাকা: একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি হচ্ছে সেই দল, যারা ২০১৬ সালে ভিশন-২০৩০ করে বেগম খালেদা জিয়া সংস্কারের কথা ঘোষণা করেছিলেন। এরপর ২০২২ সালে ২৭ দফা এবং অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে ২০২৩ সালে ৩১ দফা দিয়েছে। আজ রোববার (৬ জুলাই) গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বেশিরভাগ সংস্কার বিষয়ে বিএনপি একমত হয়েছে। সংস্কার নিয়ে তিনি আরও বলেন, আমরা আন্তরিক বলেই সারাদেশে ৩১ দফা নিয়ে অসংখ্য প্রোগ্রাম করেছি। জনগণের কাছে যাওয়া হয়েছে, সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে, সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে। আজকে একটা মহল, চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারবিরোধী প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রকাঠামোকে দুর্বল করবে এমন কোনো সংস্কার প্রস্তাবে বিরোধিতা করা সংস্কারের বিরোধিতা করা নয়। বিএনপি দেশের স্বার্থে অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সবার সাথে আলোচনা করে গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছানো যাবে। দেশে যেন আর কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে, সেজন্য বিএনপি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায়।
Discussion about this post