ঢাকা : বিগত সময়ে বিএনপির সন্ত্রাস, জ্বালাও পোড়াও রাজনীতি প্রসঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, তারা যা কিছু করেছে তা শুধুই ক্ষমতার জন্য। মুখে জনগণের স্বার্থে আন্দোলনের কথা বললেও মূলত ক্ষমতার জন্য গণতন্ত্রের কথা বলছে। তারা সন্ন্যাসী নন, কিন্তু সাজতে চান। আজ শুক্রবার (০৬ মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি ভোজ্যতেল সয়াবিনের বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। জাসদ সভাপতি বলেন, যারা বিএনপি করেন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও নন, পীর সাহেবও নন, এমনকি মাওলানাও নন, তারা রাজনীতি করেন ক্ষমতার জন্য। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
Discussion about this post