ঢাকা: এনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে ওই হামলার ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। শামসুদ্দীন দিদার জানান, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে লিফলেট বিতরণ শেষে কর্মী সমর্থকদের বিদায় দেওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে তার সঙ্গে থাকা বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে এই হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন শামসুদ্দিন দিদার।
Discussion about this post