ঢাকা: দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার (১৪ মে) সকালে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ও রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন ফার্মেসী এ্যাসোসিয়েশনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জয়নুল আবদিন বলেন, শেখ হাসিনা বিতাড়িত হলেও অন্তর্বর্তী সরকারের আশেপাশে এখনো তার প্রেতাত্নারা আছে যারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা উচিত। তিনি বলেন, বিএনপি নির্বাচন চায় ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। নির্বাচন চায়না এমন অনেকেই এলাকায় এলাকায় প্রার্থী দিয়ে ইতিমধ্যে নির্বাচন শুরু করে দিয়েছেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণ প্রস্তুতি নিতে চায় নির্বাচনের। আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেন তিনি।
Discussion about this post