ঢাকা: দেশের মধ্যে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াতকে দেশ থেকে বিতাড়িত করে আবার বিজয়ের মাসে উল্লাস করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শনিবার রাজধানীর রমনা গেট থেকে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার আগে এক বক্তব্য তিনি একথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এই শোভাযাত্রার আয়োজন করে। হানিফ বলেন, ‘যারা দেশে মধ্যে থেকে স্বাধীনতাকে নসাৎ করতে চায় তারাই স্বাধীনতার পরাজিত শক্তি। এই স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপি কখনো দেশের ভালো চায় না।’ ‘স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন দেশের মধ্যে ষড়যন্ত্র করবে। যেভাবে দেশে স্বাধীন করে দেশের মধ্যে উল্লাস করেছিলাম সেভাবেই বিএনপি-জামায়াতকে দেশ থেকে বিতাড়িত করে আবার বিজয়ের মাসে উল্লাস করা হবে।’ এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মানুষ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘বিএনপি একটা সন্ত্রাসী দল। তাদের কাছে দেশ ও দেশের মানুষ কখনো নিরাপদ নয়। তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এদেরকে প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’ বিজয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ। এছাড়াও ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগের, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ,ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
Discussion about this post