ঢাকা: বিএনপি ছাত্র রাজনীতি চায় কিন্তু একদলীয় ছাত্র সংগঠন নয়। এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বলেন, জোর করে ছাত্র রাজনীতি চলা উচিত নয়। সন্ত্রাসী হামলায় আহত নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীনকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, বুয়েটকেই সিদ্ধান্ত নিতে হবে সেখানে ছাত্র রাজনীতি চলবে কি না। এসময় তিনি খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতির কথা জানিয়ে অভিযোগ করেন, সরকার খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষায় আছে। তিনি বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের দমন পীড়ন চলছে, স্বাভাবিক রাজনীতি করা যাচ্ছে না। দমন পীড়ন করেই সরকার ক্ষমতা ধরে রাখতে চায়।
Discussion about this post