ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির পরিস্থিতি পূর্বঘোষিত ১০ ডিসেম্বরের আলটিমেটামের মতোই হবে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে এমন ঘোষণা এসেছিল, কিছুই হয়নি। এখন ২৮ অক্টোবরও কিছুই করতে পারবে না বিএনপি। নির্বাচনই একমাত্র পন্থা ক্ষমতায় যাওয়ার। তত্ত্বাবধায়ক সরকার বিষয় নিয়ে কথা বলে লাভ নেই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে আর ব্যবহার করার বাস্তবতা নেই। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, হিন্দুরা তাদের নানান সমস্যার বিষয়ে আগেও জানিয়েছে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার।
Discussion about this post