স্টাফ রিপোর্টার(বরিশাল): বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির প্রস্তুতি সভায় সরকার দলীয় নেতাকর্মীদের হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই হামলার ঘটনাই ঘটেছে শনিবার দিবাগত রাতে। রবিবার সকালে জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ জানান, বিএনপির কেন্দ্র ঘোষিত রবিবারের (২৮ আগস্ট) কর্মসূচি সফল করতে মেহেন্দীগঞ্জের রাজলক্ষী সিনেমা হলের সামনে প্রস্তুতি গ্রহণ করে উপজেলা বিএনপি। একইস্থানে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিয়ে শনিবার সন্ধ্যার পরে হামলা চালায়। হামলাকারী সরকার দলীয় নেতাকর্মীরা আমাদের সভাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ করে। পরবর্তীতে তারা উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম লাবুর ফার্মেসী, পৌর বিএনপি নেতা বাদশা আলমের ব্যবসায়ীক প্রতিষ্ঠান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী দিনুর বাড়ি এবং উপজেলার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেনের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে। এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু বলেন, আমরা কারও ওপর হামলা করিনি। বরং আমরা মিছিল নিয়ে সিনেমা হলের সামনে থেকে আসার সময়ে বিএনপির নেতাকর্মীরা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, হামলা ও ভাংচুরের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকেরগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মী আহত । বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ জোমাদ্দার বলেন, শনিবার সন্ধ্যার পরে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়িতে ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা চলছিলো। ওই সভায় ছাত্রলীগের ৫০/৬০ জন নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অর্তকিতভাবে হামলা চালায়। এতে বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। গুরুত্বর আহতদের শেবাচিম হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Discussion about this post