ঢাকা: শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। সোমবার (১৮ মার্চ) রাজধানীর হাতিরপুলে সদ্য কারামুক্ত নেতা রবিউল ইসলাম রবির সাথে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। মঈন খান বলেন, বিএনপির নেতাকর্মীদের জেল জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে আন্দোলন করছে বিএনপি। এ সময় বাংলাদেশের বন্ধু রাষ্ট্রদেরকে দেশের জনগণের পক্ষে থাকার আহ্বান জানান মঈন খান।
Discussion about this post