সুজানগর(পাবনা) প্রতিনিধি: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এরশাদ শেখ (৩৪) নামে এক কর্মী নিহত হয়েছেন। রবিববার রাত ৯ টার দিকে পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি কর্মী ওই ইউনিয়নের চর মানিকদির গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে ও স্থানীয় বিএনপির কর্মী। এ ঘটনায় রাতেই সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়াসহ তার লাইসেন্সকৃত বন্দুকটি জব্দ করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় মামুন বিশ্বাস নামে আরও একজনকে আটক করা হয়েছে । জানা গেছে, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস গ্রুপের লোকজনের সঙ্গে বিএনপি নেতা আব্দুল হালিম সাজ্জাদ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুটি গ্রুপের মধ্যে অনেকদিন ধরে মনমালিন্য চলে আসছিলো বলে জানায় স্থানীয়রা।
Discussion about this post