ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের অজুহাতে বিএনপির ছলে বলে কৌশলে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম। শনিবার (৬ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্জনগুলোকে ধূলিসাৎ করার জন্য বিএনপি এখন ষড়যন্ত্র করছে। তারা বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা কোনো কিছুই মানে না। সাধারণ মানুষের ওপর তাদের আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের ওপর। তত্ত্বাবধায়ক সরকারের অজুহাতে বিএনপির ছলে বলে কৌশলে ক্ষমতায় আসতে চায়। কিন্তু অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ওপর কোনো হস্তক্ষেপ করা হবে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে।
Discussion about this post