ঢাকা: বিএনপির আমল থেকে এখন সকল কিছু ভালো আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি। সভায় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ২০৩০ সালের যে ভিশনের ঘোষণা দিয়েছিল, সেই ভিশন বাস্তবায়ন কই?’ এসময় ‘বিএনপি এমন কর্মসূচি দেবে আর খাই খাই করবে’ বলে মন্তব্য করেন তিনি। ‘শেখ হাসিনার সরকারক হটাতে ডান বাম এক হয়েছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল এক হয়ে গেলে প্রগতিশীল কী থাকে।’ ‘যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তারা কী করে দেশের মেরামত করবে?’-এমন প্রশ্ন রেখে সড়ক পরিবহণ সেতু মন্ত্রী বলেন, ‘দেশ মেরামত করেছেন শেখ হাসিনা। বিএনপির আমল থেকে এখন সকল কিছু ভালো আছে। দেশের মধ্যে যা মেরামত করেছে তা আওয়ামী লীগই করছে।’ স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহ উল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ বিভিন্ন নেতাকর্মীরা। সঞ্চালনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
Discussion about this post