ঢাকা : বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এটি অধিকার ফিরে পাওয়ার লড়াই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ডিআরইউতে এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনেকে নিহত হয়েছে। অনেকে স্বামী হারিয়েছে, বাবা হারিয়েছে, ছেলে হারিয়েছে, ভাই হারিয়েছে। মানব সভ্যতার ইতিহাস বলে আত্মত্যাগ কোনোদিন বৃথা যাবে না। বিএনপি মহাসচিব বলেন, শহীদের রক্তের স্রোত, মায়ের অশ্রু ধারা কখনো বৃথা যেতে পারে না। লড়াই শুরু করেছি অধিকার ফিরে পাওয়ার জন্য। আমাদের লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয়। একটি আধুনিক, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি, ন্যায়বিচারের জন্য। এই লড়াইয়ে আমরা অনেক দূরে গিয়েছি। প্রতিদিন আমরা এগিয়ে যাচ্ছি। বিশ্বাস করি, বাংলাদেশের সব মানুষকে সঙ্গে নিয়ে অতি শিগগিরই এই লড়াইয়ে জয়ী হব।
Discussion about this post