ঢাকা: বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির অবস্থান কর্মসূচি পালন করতে বাধা নেই। আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা করেছি। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। জাহিদ হোসেন বলেন, ‘আগামীকাল (বুধবার) আমাদের পূর্ব নির্ধারিত ‘অবস্থান কর্মসূচি’ সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পালন করা হবে।’ জাহিদ হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
Discussion about this post