ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পাতানো নির্বাচন করা যেত না জেনে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরাতে ২৮ অক্টোবর সরকার নাটক সাজিয়েছিল। তিনি বলেন, ওই দিন পুলিশ সদস্যকে কারা হত্যা করেছে, তা বের করে আনা হবে। শুক্রবার (৯ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, জনগণকে কষ্ট দিতেই ক্ষমতায় টিকে আছে সরকার। মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকায় এমনটা করছে তারা। কারাগারে বিএনপির নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চলানো হচ্ছে। তিনি বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই পূর্ব পরিকল্পনা সাজিয়েছিল সরকার। বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করা হয়। সরকারের পরিকল্পনা নিজেরা বুঝতে পারেনি বলেও স্বীকার করেন বিএনপি নেতা।
Discussion about this post