ঢাকা: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. সলিম উল্লাহর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির একদল শ্রমিক ও কর্মচারী।রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে চেয়ারম্যানের অফিসে তালা মেরে তারা এই বিক্ষোভ শুরু করেন।আন্দোলনরত শ্রমিকদের মূল অভিযোগ হলো, চেয়ারম্যান সলিম উল্লাহ বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা মানসুরা আহমেদকে আবারও প্রতিষ্ঠানটির চিফ পার্সেনাল ম্যানেজার (সিপিএম) হিসেবে বসানোর চেষ্টা করছেন।শ্রমিকদের অভিযোগ, মানসুরা আহমেদ সিপিএম থাকাকালীন বিএনপি সমর্থিত শ্রমিক-কর্মচারীদের পদোন্নতি আটকে রাখতেন।বিক্ষোভকালে শ্রমিক-কর্মচারীরা বর্তমান সিপিএম ফজলে রাব্বিকে “কর্মচারীবান্ধব” আখ্যা দেন এবং তাঁর বদলি আদেশও বাতিলের দাবি জানান। শ্রমিকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
























































Discussion about this post