স্পোর্টস রিপোর্ট: চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন ঝড়ে উড়ে গেল বার্সা। আজ বুধবার গভীর রাতের ম্যাচে ২-০ গোলে বার্সাকে হারিয়ে দিল জার্মান জায়ান্টরা। প্রথমার্ধে দুই দলই দারুণ কিছু আক্রমণ শানায়। গোল ছাড়া আসলে সম্ভাব্য সবরকম নাটকীয়তার দেখা মেলে। এ অর্ধে বায়ার্নের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার দারুণ দুটি সেভ করেন। বার্সার আক্রমণভাগের দুই প্রধান তারকা পেদ্রি ও রবার্ট লেভানদোভস্কির দুর্দান্ত প্রচেষ্টা প্রতিহত করেন তিনি। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বার্সা। ৫০তম মিনিটে জশুয়া কিমিচের কর্নার কিকে বল পোস্টের সামনে পড়লে তা ঠেকাতে গিয়ে মিস করে বসেন রাফিনহা। সেখানে সুযোগের অপেক্ষায় থাকা লুকাস হার্নান্দেস দারুণ শটে জাল খুঁজে নেন। ২ ম্যাচে ২ জয় নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ১ জয় নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। একই রাতে ভিক্টোরিয়া প্লাজেনকে হারিয়ে দেওয়া ইন্টার মিলান আছে পয়েন্ট তালিকার তিনে।
Discussion about this post