স্পোর্টস রিপোর্ট: জার্মান বুন্দেসলিগায় শনিবার রাতের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ গোল ব্যবধানে জিতেছে জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। এই জয়ের মাধ্যমে টানা দশবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। আর তাতেই গড়েছে ইতিহাস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো ক্লাবই টানা দশবার শিরোপা জিততে পারেনি। ডর্টমুন্ডকে হারানোর মাধ্যমে ১৮ দলের লিগে ৩১ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে বায়ার্ন। বাকি তিন ম্যাচে হারলেও ক্ষতি নেই তাদের। কেননা দ্বিতীয় স্থানে অবস্থান করা বরুশিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট। বাকি সব ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ সংগ্রহ দাঁড়াবে ৭২ পয়েন্ট। অ্যালিয়ানাজ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে বল দখল এবং আক্রমণে আধিপত্য ধরে রাখে স্বাগতিক বায়ার্ন মিউনিখ। আর শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা এই দলটি প্রথম গোলের দেখা পায় ম্যাচের ১৫তম মিনিটেই। কর্নার থেকে উড়ে আসা বল ডর্টমুন্ড ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে ডি-বক্সের বাইরে পেয়ে যান জিনাব্রি। ঠাণ্ডা মাথায় বল ধরে জোরাল শটে গোলটি করেন জার্মান মিডফিল্ডার। প্রথমার্ধে আরও একটি গোল পায় চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৪তম মিনিটে লেভানডোস্কির করা গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির পর ম্যাচরে ৫২তম মিনিটে ব্যবধান কমায় সফররত ডর্টমুন্ড। সাবেক লিভারপুল মিডফিল্ডার এমরে কানের পেনাল্টিতে ব্যবধান কমিয়ে আশা দেখে ক্লাবটি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সে আশা কেবল ফিকেই হয়েছে। কেননা ম্যাচের ৮৩তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন জিনাব্রির বদলি নামা মুসিয়ালা। বক্সে জটলার মধ্যে বল পেয়ে হাঁটু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান ১৯ বছর বয়সী জার্মান মিডফিল্ডার। পরে আর কোনো গোল না হলে ৩-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।
Discussion about this post