ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের দিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এই দুর্ঘটনার তথ্য জানিয়ে বলেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে পিকআপ ভ্যানে ১৭ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী কানাইপুরের তেঁতুলতলা এলাকার বাসিন্দা শিক্ষক মোশাররফ হোসেন জানান, ইউনিক পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি আলফাডাঙ্গা ও বোয়ালমারী থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ শব্দ পেয়ে রাস্তায় দৌড়ে এসে এই মর্মান্তিক দুর্ঘটনা দেখতে পাই। বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
Discussion about this post