স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর বসিলা তিন রাস্তার মোড় এলাকায় বাসের লুকিং গ্লাস ভাঙ্গাকে কেন্দ্র করে দুই বাসের স্টাফদের সংঘর্ষের ঘটনায় মোঃ রাসেল মিয়া(৩২) নামে রমজান বাসের চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৪ অক্টোবর)রাত সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মোঃ ফারুক জানান, আমার ভাই রমজান গাড়ির চালক মোহাম্মদপুর বসিলা তিন রাস্তার মোড় এলাকায় অন্য একটি গাড়ির লুকিং গ্লাস ভাঙ্গা-কে কেন্দ্র করে ওই গাড়ির চালকসহ স্টাফরা এসে আমার ভাইয়ের উপর হামলা চালায় এতে আমার ভাই গুরুতর আহত হন। পরে আমার ভাইকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ শাওলা গ্রামের আব্দুল হাকিম মাতব্বরের সন্তান। বর্তমানে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের এক নং গেট ফরহাদ মিয়ার বাসায় ভাড়া থাকতেন। নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন আমরা ছয় ভাই বোন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post