স্টাফ রিপোর্টার: রাজধানীর জুরাইনে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিয়াজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ। সোমবার (১০অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জুরাইন খন্দকার রোডের শেষ মাথায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিয়াজ উদ্দিনের বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার ব্রাহ্মণ ডৌওকাদি গ্রামে। রিয়াজ উদ্দিন গ্রামে সেলাই মেশিন মেরামতের কাজ করতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। নিহতের মেয়ে জামাই মো. আল-আমিন জানান, গতকাল রবিবার তার শ্বশুর রিয়াজ উদ্দিন ও শাশুড়ি হালিমা বেগম গ্রামের বাড়ি থেকে জুরাইনে শাহাদাত রোডে তার বাসায় বেড়াতে আসেন। আজ সকালে তারা দুজন আবার গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তার বাসা থেকে বের হন। জুরাইন খন্দকার রোডের শেষ মাথায় একটি রিকশা ঠিক করতে ছিলেন যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য। এমন সময় সিরাজদিখান পরিবহন নামে একটি বাস তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠিয়ে দেওয়া হয়। শ্যামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শিহাব উদ্দিন জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
Discussion about this post