ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মো. স্বপন (৩৭) নামে একটি মালবাহী ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন নওগা সদর উপাজেলার দোগাছি গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালের দিকে ভোলার উপ-শহর বাংলাবাজারে ট্রাকের হেলপার স্বপন ট্রাক থেকে মালামাল নামাতে ছিলেন। এসময় তার হাত থেকে একটি মাল সড়কে পড়ে গেলে সেটিকে তুলতে গেলে দৌলতখান থেকে ভোলাগামী খেদমত নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তার কোমর থেকে নিচের অংশ থেতলে গিয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং তাকে চাপা দেয়া খেদমত নামের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এছাড়াও এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।
Discussion about this post