স্পোর্টস রিপোর্ট: উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় লেগের খেলায় নূ্য ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে জার্মান ক্লাব অ্যাইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। আর তাতেই দুই লিগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে পিছিয়ে থেকে ইউরোপা লিগ থেকে বাদ পড়েছে বার্সা। ক্লাবটির এই হতাশাজনক পারফরম্যান্সে লজ্জিত সভাপতি জোয়ান লাপোর্তা। ফ্রাঙ্কফুর্টের মাঠে কোয়ার্টার ফাইনালপর্বের প্রথম লেগের খেলায় ১-১ ব্যবথানে ড্র করেছিল বার্সেলোনা। তাই সেমিফাইনালে উঠতে হলে জয় দরকার ছিল জাভির শিষ্যদের। ঘরের মাঠে সহজ জয়ই পাবে বার্সেলোনা- এমনটাই ভাবছিলেন ফুটবলপ্রেমী জনগণ। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের চতুর্থ মিনিটেই ধাক্কা খায় স্বাগতিকরা। এ সময় পেনাল্টি পেয়ে বসে ফ্রাঙ্কফুর্ট। আর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে ফিলিপ কোস্টিক। প্রথমার্ধের খেলায় আরও একটি গোলের দেখা পায় সফরকারীরা। ম্যাচের ৩৬তম মিনিটে রাফায়েল সান্তোস বোরে মাউরির করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দল। দুই গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। কিন্তু খেলায় গতি বাড়ালেও গোলের দেখা মিলছিল না। উল্টো ৬৭তম মিনিটে ফিলিপ কোস্টিক নিজের দ্বিতীয় গোল পূর্ণ করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। শেষদিকে স্বাগতিকরা দুটো গোল করলেও হার আর ঠেকাতে পারেনি। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভির সরল স্বীকারোক্তি, যথেষ্ট ভালো ছিলেন না তারা। জাভি বলেন,‘শেষ দিকের বিরোচিত প্রচেষ্টার পরও আজকে আমরা যা করেছি, তা যথেষ্ট ছিল না। খুবই হতাশাজনক এটা… আমরা ভালো খেলতে পারিনি। মাঠে বলের দখল ও নিয়ন্ত্রণ আমাদের ছিল, কিন্তু ওদেরকে আঘাত করার মতো জায়গা আমরা পাইনি।’ এদিকে বার্সেলোনা সভাপতি ম্যাচের পর বার্সা টিভিতে জানান নিজের ক্ষোভের কথা। লাপোর্তা বলেন,‘সত্যি বলতে আজকে যা হয়েছে, আমাকে তা বিব্রত ও লজ্জিত করেছে। অন্য দলের অনেক সমর্থক ছিল, আমাদের ততটা নয়। যা হয়েছে আজ, তাতে আমি খুবই দুঃখিত। কিছু কিছু পরিস্থিতি আমরা এড়াতে পারি, তবে এখন থেকে আমাদের আরও কড়াকড়ি করতে হবে। এসব হতে দিতে পারি না আমরা।’
Discussion about this post