ঢাকা:উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বর্তমানে এখানে ভর্তি রয়েছেন ৪২ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় দগ্ধদের চিকিৎসায় সহায়তা দিতে বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছে চীনা বিশেষজ্ঞদের একটি দল। তারা আহতদের পর্যবেক্ষণ শেষে চিকিৎসা পরামর্শ দেবেন এবং সিঙ্গাপুর ও ভারত থেকে আগত চিকিৎসকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন।এদিকে, হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিমান বাহিনী পুরো চত্বরজুড়ে কঠোর নজরদারিতে রয়েছে।বার্ন ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, বর্তমানে রক্ত বা স্কিন ডোনারের কোনো প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সব খরচ বহন করা হবে।এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসা দল। দলটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।চীনা দূতাবাস জানিয়েছে, চিকিৎসা দলটি এসেছে হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে।
Discussion about this post