ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় প্রথম জামাত এবং ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক। আর দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. এহসানুল হক। বায়তুল মোকাররমে এর পর সকাল ৯টা, ১০টা ও ১১টা ৪৫ এ আরও তিনটি জামাত অনুষ্ঠিত হবে। কোন জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। এদিকে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার মুসল্লিরা জায়নামাজ হাতে জাতীয় মসজিদে আসতে শুরু করেন। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তারা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
Discussion about this post