বিনোদন ডেস্ক: সোহম চক্রবর্তী লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। তার নতুন ছবিতে এমনই গবেষণা চালিয়েছেন অভিনেতা। ছবিতে সাতটি লুকে দেখা যাবে তাকে। এর আগে এমন অবতারে কোনওদিনও দেখা যায়নি সোহমকে। ছবির নাম ‘বহুরূপ’। এ বার প্রকাশ্যে ছবির পোস্টার। তাতে এক বৃদ্ধের লুকে দেখা যাচ্ছে সোহমকে। ছবিতে অভিনয় করেছেন ইধিকা পাল, কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, ভরত কল, দেবলীনা দত্ত , রাজা দত্ত, গোপাল তালুকদার, রাজু মজুমদার। এটি পরিচালক আকাশ মালাকারের দ্বিতীয় ছবি। তারই লেখা গল্প থেকে তৈরি। নীলাদ্রি গঙ্গোপাধ্যায়ের স্ক্রিপ্ট। ‘বহুরূপ’-এ মিউজ়িক এবং বিজিএম-এর দায়িত্বে রয়েছেন অর্পিতা ও অভিষেক। লুক দেখে নিজেই নিজেকে চিনতে পারেননি সোহম। বলেন, ‘আমাকে চেনা যাচ্ছে না। চেনা-পরিচিতরাও পারবেন না চিনতে। বাবা-মা, আমার স্ত্রী ও অন্যান্য কাছের মানুষেরাও না। রাস্তায় বেরিয়ে সবার সঙ্গে মিশে গেলে, ঘুরে বেড়ালেও কেউ বুঝতে পারবেন না।’ ছবিতে প্রস্থেটিক মেকআপ করা হয়েছে সোহমের। মেকআপ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপসজ্জা শিল্পী সোমনাথ কুণ্ডু। এ বিষয়ে সোমনাথের বক্তব্য, ‘এর আগে এমন ভেরিয়াস লুকে দর্শক সোহমকে কখনও দেখেননি। ছবিতে ওর সাতটা আলাদা লুক আছে। প্রত্যেকটির জন্যই প্রস্থেটিক করতে হয়েছে আমাদের। বিশেষ করে ওর একটা লুক আছে বৃদ্ধের। সত্তর-পঁচাত্তর বছর বয়স। এই কাজে আমাদের যেমন পরিশ্রম, পারফেকশন লেগেছে। আমরা হাসতে-হাসতে কাজ করেছি। আশা করি, ছবিটা সবারই ভালো লাগবে।’ মহারাজার লুকে মেট গালায় দিলজিৎ, রাজকীয় সাজে তাকে সেখানে দেখে মুগ্ধ অনুরাগীরা ছবির পরিচালক আকাশ মালাকারের বক্তব্য, ‘একটি চরিত্র ভাবার সময়ে অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। সেই চরিত্র গল্পের সঙ্গে যাচ্ছে কি না কিংবা চিত্রনাট্যের ভাবনা কতটা গ্রহণযোগ্য করা যাবে, সেটা বিরাট বড় ব্যাপার। সব কয়টির জন্যই প্রস্থেটিক করতে হয়েছে আমাদের। বিশেষ করে সোহমের একটা লুক আছে বৃদ্ধের। সত্তর-পঁচাত্তর বছর বয়স। এই কাজে আমাদের যেমন পরিশ্রম, তেমনই পারফেকশন লেগেছে। সোহমকেও রাখতে হয়েছে ধৈর্য্য।’ আকাশ আরও বলেছেন, ‘প্রস্থেটিক খুব ধৈর্যের ব্যাপার আর সোহমদার প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা রয়েছে। দু’জন মানুষ—সোমনাথদা এবং সোহমদা এই সুন্দর সৃষ্টি করেছেন। অনেক ধন্যবাদ ওনাদের। দর্শকের উদ্দেশ্যে এটাই বলব, আরও অনেক চমক থাকছে ‘বহুরূপ’-এর বাকি লুকেও।’
Discussion about this post