আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভারতজুড়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির। সোমবার (২২ ডিসেম্বর) নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। তার দলের নাম, ‘জনতা উন্নয়ন পার্টি’। দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়ার কারণে মুর্শিদাবাদের ভরতপুরের এই বিধায়ককে সাসপেন্ড করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।এমন সিদ্ধান্তে ‘অপমানিত’ বোধ করা হুমায়ুন সাসপেন্ড হওয়ার দিনেই নিজের দল গড়ার ঘোষণা দিয়েছিলেন। সোমবার পূর্ব নির্ধারিত দিনে সেই দলের নাম প্রকাশ করেন হুমায়ূন। সমর্থকদের উদ্দেশে জানিয়ে দেন রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। হুমায়ুন নিজে লড়াই করবেন রেজিনগর এবং বেলডাঙা থেকে।সোমবার স্থানীয় সময় বেলা ১১টার সময় মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে বিশাল জনসভা করেন হুমায়ুন। হলুদ, সবুজ এবং সাদা রঙের মিশেলে পতাকা উন্মোচন করেছেন, ইশতেহার প্রকাশ করেছেন। অবাক করে দিয়ে জনসভায় দলের প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছেন তিনি।তবে জনতা উন্নয়ন পার্টির প্রতীক কী, তা এখনো জানাননি হুমায়ুন। তবে দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তার ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। ২০১৬ সালে স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই তার প্রথম পছন্দ।নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসেবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি। সেক্ষেত্রে দলের প্রতীক হতে পারে দলীয় তিন রঙের পতাকা।তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে বাম-কংগ্রেসকে জোট করে লড়ার প্রস্তাবও দিয়ে রেখেছেন বলে জানান হুমায়ুন। যদিও হুমায়ুন চাইলেও বিরোধীরা তার সঙ্গে জোটের বিষয়ে কোনো রকম আগ্রহ দেখায়নি। অতীতেও হুমায়ুনকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল সাসপেন্ড করেছিল। সেসময় বিজেপিতে যোগদান করেন হুমায়ুন। কিছুদিন বিজেপিতে থেকে আবারও ফেরেন তৃণমূল কংগ্রেসে।২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফের পীরজাদা নওসাদ সিদ্দিকির নেতৃত্বে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট টার্গেট করে তৈরি হয়েছিল ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ বা আইএসএফ। সেই দল থেকে বিধায়কও নির্বাচিত হন নওসাদ। সেই নজির সামনে রেখেই অনেকে মনে করছেন, ২০২৬-এর আগে হুমায়ুন কবিরের দল রাজনীতির ময়দানে নতুন অঙ্ক কষতে পারে।
























































Discussion about this post