বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে স্বামী হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া নারীর নাম হলো হাসিনা বেগম (৫৬) । বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হাসিনা আলীকদম উপজেলার ২৯১ নম্বর তৈনাফ মৌজা ইউনুস মেম্বার পাড়া কালর ঝিরি এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী ও লামা উপজেলার রূপসী পাড়া এলাকার মোসলেম শেকের মেয়ে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার বাসিন্দা কোরবান আলীর সঙ্গে সামাজিকভাবে হাসিনা বেগমের বিয়ে হয়। ১৯৯৩ সালের ২৭ মার্চ সাইফুল ও রবিউল কোরবান আলীর ঘরে ঢুকে কোরবান আলীকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পান। ২৮ মার্চ নিহতের চাচাত ভাই এরশাদ মিঞা মমতাজ বাদী হয়ে চাচাতো ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম ও মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে লামা থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত হাসিনার দণ্ডাদেশ দেন।
Discussion about this post