বানিয়াচং (হবিগঞ্জ )প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক রাজমিস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এ তথ্য জানান। নিহত পুলিশ সদস্য আবু সাদাত মোঃ জাহাঙ্গীর (৪১) বানিয়াচং উপজেলার মার্কুলী নৌ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ওসি বলেন, ‘সোমবার দিবাগত রাত ১০টায় কনস্টেবল জাহাঙ্গীর মার্কুলী বাজারের একটি দোকানে বসে থাকলে পুলক দাশ (২৮) নামে এক রাজমিস্ত্রী তার মাথায় ফিতা দিয়ে আঘাত করেন। এরপর জাহাঙ্গীরসহ দুইজন পুলিশ সদস্য পুলককে ধরে ফেলেন। পরে হাতে থাকা ফিতা দিয়ে কনস্টেবল জাহাঙ্গীরের গলায় পেঁচিয়ে ফাঁস দেন পুলক। ‘ঘটনার পর রাতেই ওই পুলিশ সদস্যকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন।’ রাজমিস্ত্রী পুলককে গ্রেফতার করা হয়েছে। সে মার্কুলী বাজারের জগন্নাথপাড়া এলাকার ক্ষীরমোহন দাশের ছেলে। দুইজনের মধ্যে আগের কোন বিরোধ ছিল কি না জানতে চাইলে ওসি অজয় চন্দ্র দেব বলেন, ‘ সিসি টিভির ক্যামেরা হত্যাকান্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে। এর পেছনে অন্য কোন ঘটনা থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে।
Discussion about this post