ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডায় জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড মিয়াকোর নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিটিআই প্রিমিয়ার শপিংমলের লেভেল ১-এর ২৪ নম্বর শোরুমটি উদ্বোধন করা হয়। বিটিআই প্রিমিয়ার শপিংমলের লেভেল ১-এর ২৪ নম্বর শোরুমটি ক্রেতাদের জন্য সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ক্রেতাদের চাহিদা অনুযায়ী এসব পণ্য হোম ডেলিভারিও দেয়া হয়ে থাকে। মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনালের মোট ৭৮৪টি পণ্য রয়েছে। ইতোমধ্যে তাদের বেশ কিছু পণ্য গৃহিণীদের পছন্দের তালিকায় রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে গ্যাসের চুলা, ব্লেন্ডার মেশিন, কিচেন চিমনি, ওভেন, প্রেসার কুকার ও আয়রন। মিয়াকোর এসব পণ্য সারাসরি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, তুরস্ক ও ইন্ডিয়া থেকে আমদানি করে থাকে। মিয়া হোম অ্যাপ্লিয়ান্স-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার হোসেন ইফতি বলেন, আমাদের পণ্যের মান খুবই ভালো। আমাদের সব ধরনের পণ্যে ১০ বছরের ওয়ারেন্টি রয়েছে। এছাড়া পণ্যের দামও ক্রেতার সাধ্যের মধ্যে। তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সময়ে অনেক পণ্যে এক মাস বা তার চেয়ে বেশি সময় ধরে ডিসকাউন্ট অফার দিয়ে থাকি। আমরা চাই আমাদের পণ্যের সুফল যেন সাধারণ মানুষ পায়। শাহরিয়ার হোসেন ইফতি বলেন, আমাদের ফোলডিং স্টোভ রান্নার চুলা চলতি মাস জুড়েই ছাড় চলছে। এর দাম আগে ছিলো ১৯ হাজার টাকা তা দাম কমিয়ে বর্তমানে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মে মাস জুড়েই ক্রেতারা এই ডিসকাউন্ট সুবিধা পাবেন। মিয়া হোম অ্যাপ্লিয়ান্স বাংলাদেশে মোট চারটি ব্র্যান্ড আমদানি ও বাজারজাতকরণ করছে। তার মধ্যে’ এলবা, মিয়ামাঞ্জিয়া, ট্রাগেন এবং ইনালসা। পাশাপাশি তারা মিয়াকোর অন্যতম এক্সক্লুসিভ ডিলার।
Discussion about this post