ঝালকাঠি প্রতিনিধি: ৮ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়। ১৯৭১ সনে মুক্তিযোদ্ধা চলাকালীন সময় এ দিনে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলাসহ নলছিটি উপজেলা পাকিস্তানী হানাদার মুক্ত হয়। প্রতি বছর হানাদার মুক্ত দিবস পালন করে আসছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ উপলক্ষে শুক্রবার দুপুরে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক শিল্পমন্ত্রী ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এম,পি। আমু তার বক্তব্যে বলেন পাকিস্তান আমলে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাইনি। স্বাধীনতার মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। যা একমাত্র আওয়ামী লীগ সরকার এই ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে। তিনি আরো বলেন, দেশের বাজার দর একটু বেশি হলেও কোন মানুষ না খেয়ে নেই। এ বাজার দর শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই ঊর্ধ্বমুখী।
Discussion about this post