ঢাকা: দেশে এখন পর্যন্ত কোনো পণ্যের ঘাটতি নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, বাজারে যারা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াবে তাদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে সরকার। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন তিনি। মূল্যস্ফীতি, ডলার সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে দুই ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে এ বৈঠক হয়। আবুল হাসান মাহমুদ আলী বলেন, আসছে রমজানে নিত্যপণ্যোর সংকট তৈরি করে যারা দাম বাড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মার্কেট ইকোনমিতে কেউ কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে। কিন্তু সরকার অত্যন্ত কঠিন এ ব্যাপারে। এবার তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাবে সরকার।
Discussion about this post