আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাগদাদে ব্যাপক সহিংসতায় ২০ জন নিহত হয়েছেন। প্রভাবশালী ইরাকি শিয়া নেতা মোকতাদা আল-সদরের রাজনীতি ছাড়ার ঘোষণায় সোমবার (২৯ আগস্ট) এ সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে ইরাকি সামরিক বাহিনী। জানা যায়, রাতে বাগদাদের সুরক্ষিত গ্রিনজোন এলাকায় মেশিনগানের গুলির শব্দ শোনা যায়। এ এলাকায় সরকারি সদর দপ্তর ও দূতাবাসগুলো অবস্থিত। দুর্নীতিগ্রস্ত ও ক্ষয়িষ্ণু সরকারি ব্যবস্থা সংস্কারে অন্য শিয়া নেতা ও দলগুলোর ব্যর্থতার কারণে তিনি এ ঘোষণা দেন বলে মনে করা হচ্ছে। সদরের ঘোষণার পর রাজপথে নেমে আসেন তার সমর্থকেরা। বিক্ষোভকারীরা গ্রিনজোনে সরকারি ভবনগুলোতে ঢোকার চেষ্টা করলে আধা সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এদিকে, সহিংসতা ও সব পক্ষের অস্ত্র ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত অনশন পালনের ঘোষণা দিয়েছেন প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল-সদর।
Discussion about this post