পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাম-নগড় তাঁতেরকাঠী গ্রামের গোলাবাড়ি-নুরাইনপুর খালে ওপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে সেতুটি ভেঙে পড়ে থাকালে সংশ্লিষ্টরা বলছেন তাদের জানাই ছিল না। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গোলাবাড়ি ও নুরাইনপুর খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় পাঁচ বছর আগে সেতুটি নির্মাণ করে। সরেজমিনে দেখা গেছে, লোহার এ্যাঙ্গেল ও সিমেন্টর তৈরি স্লাব দিয়ে তৈরি সেতুটির মাঝখান দিয়ে ভেঙে পড়ে আছে। সেতুর অধিকাংশ স্লাব ফেটে গেছে। অনেক স্লাব ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। স্থানীয়রা স্লাব পড়ে যাওয়ার খালি জায়গায় কাঠের টুকরা দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছেন। মো. মজিবর (৪৮) নামে এক ব্যক্তি বলেন, গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে সেতুটি ভেঙে পড়ে। এরপরে আর মেরামত কিংবা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে উপজেলার সূর্য্যমনি, রামনগর ও তাঁতেরকাঠী এই তিন গ্রামের এক হাজারেরও বেশি মানুষের যাতায়াতে সীমাহীন ভোগান্তি হচ্ছে। নাসির উদ্দিন হাওলাদার (৫৫) বলেন, সেতু ভেঙে পড়ে থাকায় শুধু যাতায়াতেই কষ্ট হচ্ছে তা নয়, খাল দিয়ে কোনো নৌকা কিংবা ট্রলার চলাচল করতে পারে না। তিনি দ্রুত সময়ের মধ্যে সেতুটি মেরামত কিংবা নতুন সেতু নির্মাণের দাবি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, সেতুর আশপাশে প্রায় মাদকাসক্তদের আড্ডা ও সেবন করতে দেখা যায়। এ সব মাদকাসক্তদের একটি চোরচক্র সেতুটির বিভিন্ন অংশের লোহার অ্যাঙ্গেল নিয়ে যাওয়ায় সেতুটি ভারসাম্য হয়ে পড়ে। এক পর্যায়ে সেতুটি ভেঙে পড়ে। স্থানীয় জেনেও মান-সম্মানের ভয়ে মাদকাসক্তদের কোন কিছুর বলার সাহস পায় না। উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, বিষয়টি তার জানা নাই। সরেজমিন পরিদর্শন করে খুব কম সময়ের মানুষের দুর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post