বাউফল প্রতিনিধি(পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল পৌর শহরের বাংলাবাজার এলাকায় খালে ডুবে মো. আব্দুল্লাহ (৫) ও মো. ফাহিম (৩) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১০টার দিকে পৌর শহরের এমপির ব্রিজ সংলগ্ন খাল থেকে ওই দুই সহোদরকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়৷ ওই দুই শিশু বাউফল পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল আজিজ শিকদারের সন্তান। তাদের লাশ উদ্ধারের সময় তারা দুই সহোদর একে অপরের হাত ধরা ছিল। উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Discussion about this post