ঢাকা: বাংলাদেশ রিজার্ভ নিয়ে বড় সংকটে পড়লে অগ্রাধিকার ভিত্তিতে চীন সাথে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় তিনি পররাষ্ট্রমন্ত্রীকে জানান, রাখাইনে অস্ত্রবিরতির জন্য কাজ করছে বেইজিং। ওয়েন বলেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য ঢাকা-ইয়াঙ্গুন কাজ চালিয়ে যাবে বলে প্রত্যাশা চীনের। এছাড়া তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীন অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের সম্মতি পেলেই কাজ শুরুর প্রত্যাশা তার।
Discussion about this post