ঢাকা:ঢাকার রামপুরায় বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে সাধারণ সভায় হাসপাতালের পরিচালক এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।সভায় ২০২৪-২৫ অর্থবছরের হিসাব অনুমোদন হয়। আগামী পাঁচ বছরের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং টেলিভিশন টক শোর জনপ্রিয় মুখ, বিএসএম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ।এ ছাড়া হাবিবুল্লাহ হাবিব চেয়ারম্যান এবং রেজাউল হক রেজা নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত হন বলে জানা গেছে।
Discussion about this post