স্পোর্টস ডেস্ক:ঢাকায় আজ সকাল থেকেই টানা ভারী বর্ষণের কারণে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী এক পরিস্থিতি। সেই প্রভাব পড়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপেও। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ভুটানের বিপক্ষে ম্যাচে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। যদিও খেলা নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হয়, কিন্তু বিরতির পর ম্যাচটি স্থানান্তরিত করা হয় ভিন্ন ভেন্যুতে—যা নিকট অতীতে দেখা যায়নি সাফ প্রতিযোগিতায়।ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। মাত্র দ্বিতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তৃষ্ণা রানি সরকার। কিন্তু একেবারে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। সপ্তম মিনিটে আবারও সুযোগ পান তৃষ্ণা, তার শট ফিরিয়ে দেন ভুটানের গোলরক্ষক। তবে ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণভাবে গোল করেন শান্তি মার্ডি। সেই একমাত্র গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।প্রথমার্ধ শেষে শুরু হয় নাটকীয়তা। বৃষ্টির কারণে মাঠের অবস্থা খেলার উপযোগী না থাকায় প্রথমে ৩০ মিনিট মাঠ পরিদর্শনের সময় নেওয়া হয়। পরে ম্যাচ কমিশনার আরও ৩০ মিনিট সময় বাড়ান মাঠের পরিস্থিতি মূল্যায়নের জন্য। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এক পর্যায়ে ম্যাচ পরিত্যক্ত করে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।কিন্তু দুই দলই সে সিদ্ধান্তে আপত্তি জানায় এবং ম্যাচ খেলে ফল নির্ধারণ করতে চায়। ফলে, শেষমেশ সিদ্ধান্ত হয়—বাকি খেলা বসুন্ধরা কিংস অ্যারেনার মূল মাঠের পরিবর্তে পাশে অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে আয়োজন করা হবে। এই সিদ্ধান্তের ফলে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো একটি ম্যাচ দুই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ড মাঠে। সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট। এ ধরনের সিদ্ধান্ত সাফ টুর্নামেন্টে অনন্য এবং নজিরবিহীন।
Discussion about this post