ঢাকা: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১৭ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, ক্রিকেটে বাংলাদেশের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রথমবারের মতো এশিয়া কাপের মুকুট উঠলো বাংলাদেশি যুবাদের মাথায়। ২০২০ সালে যুব ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর আরও একবার দেশের ক্রিকেটের মাথা উঁচু করলো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোববার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ার সেরা হয়েছে মাহফুজুর রহমান রাব্বীর টিম।
Discussion about this post