মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শিশু কানুন কে জি এন্ড হাই স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ জনাব মো: মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।এসময় আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সাবেক জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা প্রস্তাব আসলে পরবর্তীতে সর্বসম্মতিক্রমে মো: মুহিবুর রহমানকে আহবায়ক ও মো: মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন: মো: এমরান হোসেন মজুমদার(যুগ্ন আহবায়ক), মো:আব্দুল আজিজ চৌধুরী (যুগ্ন আহবায়ক), মো: আব্দুস সোবহান (সদস্য), দেওয়ান মশিউর রেজা চৌধুরী (সদস্য) ও সালেহ আহমদ (সদস্য)।
Discussion about this post