আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে পর্তুগাল এম্বেসী বা একটি কনস্যুলেট অফিস খুলতে পর্তুগাল সরকার ইতিবাচক, তবে একটু সময় লাগবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। এ ব্যাপারে পর্তুগাল সরকারের সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশে তারা একটি মিশন করতে আগ্রহী। পর্তুগালে বাংলাদেশ দুতাবাস আয়োজিত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। পর্তুগালে চলছে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম। উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা’র পর্তুগাল আগমন উপলক্ষে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে লিসবনস্হ বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত রেজিনা আহমেদ এর সভাপতিত্বে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং পরে তিনি উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রবাসীরা বলেন, পর্তুগালে প্রায় ৫০ থেকে ৬০ হাজার প্রবাসী বাংলাদেশী বসবাস করেন। বাংলাদেশে পর্তুগাল অ্যাম্বাসি না থাকায় ইন্ডিয়াতে গিয়ে ভিসাসহ যাবতীয় কাজ করে আসতে হয়। আর বর্তমানে ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকায় প্রতিনিয়ত অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। উপদেষ্টা বলেন, আমরা পর্তুগাল সরকারের কাছে অনুরোধ করেছি আপাতত যাতে ইন্ডিয়ার পরিবর্তে অন্য কোনো দেশে আমাদের নাগরিকরা সেবা নিতে পারেন সেই সুযোগ করে দেওয়ার জন্যে। উনারা গুরুত্বের সাথে আমাদের কথাগুলো শুনেছেন। উক্ত মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে সামাজিক,রাজনৈতিক,আঞ্চলিক,ব্যবসায়িক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post