ঢাকা:পারফরম্যান্সে ভাটার টান। ম্যাচের পর ম্যাচ রান না পাওয়ায় দলে জায়গা নিয়েও টানাটানি। লিটন দাসের সময়টা ভালো যাচ্ছিল না। নিজের খারাপ সময়েই ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে পেলেন ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব। ব্যাট হাতে রান না পেলেও ক্ষুরধার অধিনায়কত্বে দেখালেন চমক। দেশের মাটিতেই ক্যারিবীয়দের দিলেন হোয়াইটওয়াশের স্বাদ। এরপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আর পাকিস্তান সফর বাজে গেলেও শ্রীলঙ্কা সিরিজের পর এবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশের অপেক্ষায় বাংলাদেশ।অধিনায়ক হিসেবে দারুণ এক রেকর্ডের সামনে লিটন কুমার দাস। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে তিন ম্যাচ সিরিজে দেশ ও দেশের বাইরে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের কীর্তির দ্বারপ্রান্তে লিটন। এছাড়া, অন্তত ১০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে জয়ের হারে সবাইকে ছাড়িয়ে গেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।দু’সপ্তাহ আগেও দেশের ক্রিকেট নিয়ে আশা দেখা মানুষের সংখ্যা খুব একটা ছিল না। কিন্তু ১০ দিনের ব্যবধানে বদলে গেছে সে চিত্র। যে ফরম্যাটে সবচেয়ে বেশি ধুঁকত, সেই টি-টোয়েন্টি’তে টানা চার জয় দৃশ্যপট অনেকটাই বদলে দিয়েছে। ব্যাক টু ব্যাক সিরিজ জেতায় ক্রিকেটের হারানো ইমেজ ফিরতে শুরু করেছে। যে লিটনকে ওয়ানডে দলে নেয়ায় হয়েছে তুমুল সমালোচনা, তার নেতৃত্বেই খোলনলচে বদলে গেছে টি-২০ দলের।নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে গেলো বছরের ডিসেম্বরে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। এরপর লঙ্কায় গড়ে ইতিহাস। প্রথমবারের মতো কোন সিরিজ জয়ের ট্রফি নিয়ে ঘরে ফেরে লাল সবুজের দল। এবার পাকিস্তানের বিপক্ষে এক দশক পর সিরিজ জয়ের স্বাদ। সুযোগ আছে হোয়াইট ওয়াশ করারও।মিরপুরে শেষ টি-২০’তে বাংলাদেশের লক্ষ্য একটাই। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। আর নিজেদের লক্ষ্যে সফল হলে দেশের ক্রিকেটের ইতিহাসের পাতায় অধিনায়ক লিটন লিখবেন নতুন এক অধ্যায়।টি-২০’তে দেশের বাইরে বাংলাদেশের খুব একটা সুখস্মৃতি নেই। ২০১২’তে তিন ম্যাচ সিরিজে মুশফিকের নেতৃত্ব তৎকালীন সহযোগী দেশ আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো টাইগাররা। আর ২০২৩-এ সাকিবের দল ইংল্যান্ডকে ঘরের মাঠে হারায় ৩-০’তে।এদিকে লিটন আগেই দেশের বাইরে ৩-০’তে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছেন। মিরপুরে শেষ ম্যাচে জয় পেলে, প্রথম অধিনায়ক হিসেবে তিন ম্যাচ সিরিজে দেশ ও দেশের বাইরে প্রতিপক্ষকে ক্লিন সুইপ করবে তার দল ।বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি’তে এখন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ১১ জন। এর মাঝে অন্তত ১০ ম্যাচে দলকে লিড করেছেন এমন অধিনায়কের সংখ্যা ৭ জন। এই ৭ জনের মাঝে লিটন দাস এখন পর্যন্ত সবচেয়ে সফল। তার অধীনে ১৫ ম্যাচে ৮টিতে জিতেছে টাইগাররা। মোট ম্যাচের ৫৩ শতাংশ ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন এই উইকেটকিপার।news24bd.tv/কেআই
Discussion about this post