দিনাজপুর প্রতিনিধি: দেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপথগামী করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বিভিন্ন ধরনের উসকানি দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তবে বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষ কোনো উসকানিতে পা দেয়নি। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাকিমপুর উপজেলা বিএনপি আয়োজিত শিক্ষক, মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও ব্যবসায়ীসহ সব পেশাজীবীদের সুধী সমাবেশ ও মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রেতাত্মারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। ভারতকে উদ্দেশ্য করে তিন বলেন, তাদের প্রভুদের কষ্ট হচ্ছে। তারা মনে করেছিল মনে হয় এই দেশটি তাদের একটি অঙ্গরাজ্য। কিন্তু বাঙালিরা তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আনুগত্যশীল। সেটি বাঙালি জাতি প্রমাণ করেছে। বিএনপির এই নেতা বলেন, আমরা সৎ প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই। ভারতের কোনো মানুষের সঙ্গে আমাদের শত্রুতা নাই। আমরা বাংলাদেশি, তোমরা ইন্ডিয়ান। আমরা মিলেমিশে থাকতে চাই। সৎ প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই। তিনি আরও বলেন, আমাদের ভেতর কোনোরকম ভেদাভেদ নেই, আমরা কোনো বর্ণবৈষম্য বিশ্বাস করি না। যারা উসকানি এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন তাদের জন্য বার্তা হলো- বাংলাদেশের মানুষ কোনো উসকানিতে পা দেবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। এছাড়া আরও ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ দলের বিভিন্ন নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম-মোয়াজ্জেম, ব্যবসায়ী ও সাংবাদিকরা।
Discussion about this post