বিশেষ প্রতিবেদন :বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে শ্রীলঙ্কার একটি মাছধরা ট্রলারসহ ৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। নিয়মিত টহলের অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরীয় এলাকায় বুধবার একটি যুদ্ধজাহাজ ওই ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে নৌবাহিনী। পরে ট্রলারটি থামিয়ে তল্লাশি চালিয়ে ‘এসএলএফভি সুদু দুয়া-৪’ নামের ট্রলার ও ৬ জন শ্রীলঙ্কান নাগরিককে আটক করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ট্রলারটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মূল্যবান টুনা মাছ শিকারের চেষ্টা করছিল। ওই এলাকা মূলত টুনা মাছের বিচরণক্ষেত্র হওয়ায় এটি একটি সংরক্ষিত এবং গুরুত্বপূর্ণ মৎস্য অঞ্চল হিসেবে বিবেচিত।নৌবাহিনী সূত্রে আরও জানানো হয়, আটক জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post